ভারতের উত্তরপ্রদেশের সিটি মন্টেসরি ফিল্মস অ্যান্ড রেডিও ডিভিশন আয়োজন করতে যাচ্ছে সিএমএস লক্ষ্ণৌ আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসব-২০২৩। এ বছর অনুষ্ঠিত হবে উৎসবটির ১২তম আসর।
এ উৎসবে দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে প্রতিযোগিতা বিভাগ এবং অন্যটি হচ্ছে প্রদর্শনী বিভাগ।
প্রতিযোগিতার জন্য এই উৎসবে বাংলাদেশ থেকে মাত্র একটি চলচ্চিত্র মনোনীত হয়েছে। সেটি হলো শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ পরিবেশিত, কাজী আশিকুর রহমান সুজন নির্মিত ‘দি ব্লাইন্ড’।
এর আগে প্রায় ৭টিরও বেশি জাতীয়-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি, সাথে মেলে পুরস্কারও।
প্রদর্শনী বিভাগেও ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’ এর আরও দুটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একটি হচ্ছে কাজী আকিকুর রহমান শুভ নির্মিত ‘বাস্তুশাপ’ (Eco Curse)। চলচ্চিত্রটিতে একক অভিনয় করেন কাজী আশিকুর রহমান সুজন। আর অন্য চলচ্চিত্রটি কাজী আশিকুর রহমান সুজন নির্মিত ‘নিশ্চয়তা’।
সর্বমোট ৩টি চলচ্চিত্র নিয়ে দুটি বিভাগেই অংশ নিচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল ঘিরে গড়ে ওঠা তরুণদের একমাত্র চলচ্চিত্র শিল্পচর্চার সংগঠন ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’। আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসবটি আগামী ১০ এপ্রিল শুরু হয়ে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।