ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, সঙ্কট বাড়লো লিজ ট্রাসের

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন। বুধবার (১৯ অক্টোবর) তিনি প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ব্রাভারম্যান তার পদত্যাগপত্রে স্বীকারও করেছেন যে, তিনি তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদের সহকর্মীদের কাছে অফিসিয়াল নথি পাঠিয়েছেন, যা নিয়মের ‘লঙ্ঘন’ ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেছেন। প্রথমত সরকারি কাজে তিনি তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন। দ্বিতীয়ত তিনি এমন ব্যক্তিকে সরকারি নথি পাঠিয়েছেন, যা এ নথি পাওয়ার কথা নয়।

কনজারভটিভ পার্টির নেতা নির্বাচনের সময় ঋসি সুনাককে সমর্থন দিয়েছিলেন তিনি। তার পদত্যাগপত্রেও সরকারের বিরোধিতা স্পষ্ট হয়েছে, সেই সঙ্গে লিজ ট্রাসের নেওয়া সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন এই রাজনীতিক। তিনি বলেছেন, ‘সরকারের ভুলের দায় স্বীকার করতে হবে এবং সরকারকে জনগণের উপর নির্ভর করতে হবে। আমরা ভুল করিনি এমন ভান করা এবং জিনিসগুলো জাদুকরিভাবে ঠিক হয়ে যাবে আশা করাও ঠিক নয়।’

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার মতো একজনকে হারানোয় সরকারের শীর্ষপর্যায়ে অশান্তি বাড়াবে। কারণ ট্রাস নিজ দলের এমপিদেরই ব্যাপক অসন্তোষের মুখে রয়েছেন।