ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার পরিষদ থেকে ২২ নেতার পদত্যাগ

নানা ঘটনায় আলোচিত নুরুল হক নুরের নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের ২২ নেতা পদত্যাগ করেছেন।

দলটির বিভিন্ন অগঠনতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদে মঙ্গলবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে গঠনতন্ত্রের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৮ লক্ষ্য ও উদ্দেশ্য এর ১ নং ধারায় দাসত্ব ও রাজনৈতিক লেজুড়বৃত্তি মুক্ত স্বাধীন ধারার ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে, ছাত্রদের যৌক্তিক দাবী-দাওয়া ও ন্যায় সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার কথা বলা হয়েছে। সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে থেকে সকল স্তরের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকাই ছিল সংগঠনটির প্রধান লক্ষ্য উদ্দেশ্য।’

তারা বলেন, ‘গতানুগতিক লেজুড়বৃত্তির বাহিরে থেকে নতুন ধারার স্বকীয় বৈশিষ্ট্যের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে আমরা যুক্ত হয়েছি। কিন্তু আবহমান প্রেক্ষাপটে নেতৃত্বের দাসত্ব, জবাবদিহিতাহীন একনায়কতন্ত্র এবং লেজুড়ভিত্তিক মনস্তত্বের কারণে জাতীয় রাজনীতির উচ্ছিষ্ট ভোগের লক্ষ্যে সংগঠনটি বিপথে পরিচালিত হচ্ছে বলে মনে করছি। স্বার্থন্বেষী মহল আমাদের এই সংগঠনকে হীনস্বার্থে ব্যবহার করে চলেছে। দেশের সকল শ্রেণির ছাত্র-সমাজের মাঝে এর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।’

শহীদ কাউছারসহ অসংখ্য ছাত্র-ছাত্রির পবিত্র রক্ত-ঘামের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-জনতা এই পরিস্থিতি মেনে নিতে পারছি না। এর প্রতিবাদে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নিম্নে স্বাক্ষরকারী ছাত্র নেতৃবৃন্দ পদত্যাগ করছি।’

পদত্যাগী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহিল আহমেদ জীবন, সিনিয়র সহ সভাপতি মোস্তাকিম আহমেদ, সহ সভাপতি তাসকিন আহমেদ রনি, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসেল মাহমুদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, উপ দপ্তর সম্পাদক নিয়ামত হাসান, অর্থ সম্পাদক মাসুকুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিন ইয়ামিন, জেলা নেতা রাইহান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম, নাসিরনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, জেলা কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক, ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া, সদস্য সচিব আব্দুর রহমান সাফি, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আনোয়ার উল্লাহ, ছাত্র অধিকার পরিষদ বিজয়নগর উপজেলা কমিটির সভাপতি মোবারক হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সালমান ফারসি, সহ সভাপতি রুস্তম আলী সিনিয়র ও অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার পরিষদ থেকে আরও বেশ কিছু নেতাকর্মীর পদত্যাগের গুঞ্জন রয়েছে। যেকোনো সময় তারা পদত্যা করবেন বলে জানা গেছে।