‘ফুটবলের রাজা’ পেলে বর্তমানে আছেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। তার প্রাণের দল ব্রাজিল খেলছে কাতারে। আর কিছুক্ষণ পরেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে নিজেদের প্রথম নকআউট ম্যাচটা। হাসপাতালে থেকেই নিজের দলের খেলাটা দেখবেন পেলে।
আজ সোমবার ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি নিজেই জানালেন এই কথাটা। জুড়ে দিয়েছেন ১৯৫৮ সালের একটা ছবি। পুরোনো স্মৃতি রোমন্থন করে তিনি লেখেন, ‘১৯৫৮ সালে সুইডেনে আমি রাস্তায় হাঁটছিলাম, আর আমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতিটা পূর্ণ করার কথা ভাবছিলাম।’
সেই তরুণ পেলের মতোই প্রতিশ্রুতি যে এবারের ব্রাজিল দলের খেলোয়াড়রাও করে এসেছেন, সেটাও আঁচ করতে সমস্যা হয়নি কালো মানিকের। তিনি বলেন, ‘আমি জানি যে জাতীয় দলের অনেকেই এমন প্রতিশ্রুতি দিয়ে থাকে, আর নিজেদের প্রথম বিশ্বকাপ জিততে মুখিয়ে আছে।’
সেই প্রতিশ্রুতি নিয়ে বিশ্বকাপে খেলতে নামা ব্রাজিলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে চাইলেন পেলে। সেই ফেসবুক পোস্টের শেষে লিখলেন, ‘বন্ধুরা, আমি তোমাদের অনুপ্রেরণা হতে চাই। আমি হাসপাতালে থেকে খেলাগুলো দেখব। আমি তোমাদের প্রত্যেককে সমর্থন দেব। এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের ব্রাজিলের প্রতি রইল শুভকামনা।’
স্টেডিয়াম ৯৭৪-এ আর কিছুক্ষণ পরই দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে দলে ফেরার সম্ভাবনা আছে ব্রাজিলের তারকা নেইমারের।