বেনজেমার হ্যাটট্রিক, বার্সাকে উড়িয়ে ফাইনালে রিয়াল

এর আগে টানা তিন এল ক্লাসিকোতে পাত্তা পায়নি রিয়াল মাদ্রিদ। মর্যাদার লড়াইয়ে টানা হারের হ্যাটট্টিক করার পর এবার বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিল কার্লো আনচেলত্তির দল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ২০১৪ সালের পর প্রথমবার ফাইনালে পা দিল রিয়াল।

ক্যাম্প ন্যুয়ে বুধবার (৫ এপ্রিল) রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন করিম বেনজেমা।

ঘরের মাঠে শুরুটা ভালো করেছিল বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল। গাভি দূরের পোস্টে চমৎকার ক্রস দেন সের্হি রবের্তোর উদ্দেশ্যে, দারুণ ক্ষিপ্রতায় বল ক্লিয়ার করেন ফরাসি মিডফিল্ডার।

চতুর্দশ মিনিটে প্রথমবার গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে বার্সেলোনা। আলেহান্দ্রো বাল্দের ক্রসে রাফিনিয়ার হেড ঠেকান থিবো কোর্তোয়া। ২৬তম মিনিটে একে অন্যকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস ও গাভি।

প্রথমার্ধের যোগ করা সময়ে রভার্ট লেভানদোভস্কির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন কোর্তোয়া। সেখান থেকেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় রিয়াল। বক্সে বেনজেমার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভিনিসিয়াসের শট বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে আটকানোর চেষ্টা করলেও গোললাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল। ডান দিক থেকে বল ধরে এগিয়ে লুকা মদ্রিচ পাস দেন বক্সে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। বার্সেলোনা ম্যাচে ফিরবে কী, ৫৮তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন বেনজেমা। ফঁক কেসিয়ে বক্সে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন বেনজেমা। ভিনিসিয়াসের পাস ধরে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ফাঁকি দেন এই ফরোয়ার্ড। সবশেষ দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে ১০ গোল করল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রোববার লা লিগার ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৬-০ গোলে হারানোর পথে হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন বেনজেমা।

রিয়ালের লিগ শিরোপা ধরে রাখার আশা ফিকে হয়ে গেছে এরই মধ্যে। ২৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ১২ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগে তারা টিকে আছে ভালোভাবেই। এই মাসে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে চেলসির বিপক্ষে।