দুই দফা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ১৭০ রানের টার্গেট দিলো বাংলাদেশ।
বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুতেই বিপর্যয়ে পড়ে তামিম বাহিনী। শেষ পর্যন্ত এক তাওহীদ হৃদয় ছাড়া কেউই ঠিকমতো দাঁড়াতে পারেন নি।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে দলীয় ৩০ রানে বাংলাদেশ হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। ২১ বল খেলে তামিম করেন মাত্র ১৩ রান। তামিমের বিদায়ের পর অপর ওপেনার লিটন দাস ফেরেন দলীয় ৬৫ রানে। ৩৫ বলে ২৬ রান করেন তিনি। এরপর শান্ত মোহাম্মদ নবির বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন। ১৬ বল খেলে ১২ রান করেন শান্ত। বাংলাদেশের সংগ্রহ তখন ১২.১ ওভারে ৭২ রান।
১৫.১ ওভারে প্রথম দফা বৃষ্টির হানা। খেলা বন্ধ থাকে ৫০ মিনিট। ৩ উইকেটে ৮৪ রান নিয়ে আবারও খেলা শুরু হয়। সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় জুটি ক্রিজে সেট হবার আগেই ফিরে যান সাকিব। ৩৪ বলে ১৪ রান করার সুযোগ পান অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব আউট হওয়ার পর মিস্টার ডিপেন্ডেবল মুশফিক আসেন ক্রিজে। তবে মুশফিকও ব্যর্থ। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। দলীয় ১২৮ রানে ফেরেন আফিফ হোসেন। তিনি রশিদ খানের দ্বিতীয় শিকার।
৩২.৫ ওভারে দলীয় ১৩৯ রানে ফলজহক ফারুকির গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি ২৩ বল খেলে মাত্র ৫ রানে আউট হন।
৩৪.১ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১৪২ রান। এরপর আবারও বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৩ ওভারে। বৃষ্টির পরে ম্যাচ শুরু হলে দলীয় ১৫৩ রানে আউট হন তাসকিন। ৪১ তম ওভারের শেষ বলে ৯ম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন তাওহী হৃদয়। ৬৩ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫১ রান করেন তরুণ এই ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
আফগানিস্তানের হয়ে ফজলহক ফারুকী নেন ৩ উইকেট। আর মুজিবুর রহমান ও রশিদ খান নেন ২ টি করে উইকেট।