মাঠেই ইফতার সারলেন রিয়াদ-মুশফিকরা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন খেলা হলেও ধর্মীয় বিধান মানতে ভোলেন নি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি মিরাজরা। ম্যাচের প্রথম ইনিংসে আগে ফিল্ডিং করার সময় মাঠে বসেই ইফতার সারেন রোজাদার ক্রিকেটাররা।

প্রথম ইনিংসের ৪৮.২ ওভারে ক্রিজে থাকা প্রমোদ মাদুশানক ‘র উইকেট হারালে দৌড়ে মাঠে ঢুকেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের।

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর ‍দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন। যদিও এর কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায়। ৪৮.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৫৫ রানে।