বৃষ্টি থেমে খেলা শুরু, বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য

বৃষ্টি থেমেছে অ্যাডিলেডে। তবে চার ওভার কাটা হয়েছে বাংলাদেশের ইনিংস থেকে। এর জন্য টাইগারদের এখন তাড়া করতে হবে নতুন লক্ষ্য।

বৃষ্টি আইন অনুযায়ী বাংলাদেশকে এখন ১৬ ওভারে তাড়া করতে হবে ১৫১ রানের লক্ষ্য। এর মানে ৫৪ বলে জয়ের জন্য টাইগারদের করতে হবে ৮৫ রান।

এর আগে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন তাণ্ডবে প্রথম ছয় ওভারেই ৬০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। এরপরই বৃষ্টিবাধায় বন্ধ হয়ে যায় খেলা।

এই প্রতিবেদন লেখার সময়েই লিটনকে হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় ফিল্ডার কে এল রাহুলের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন এই ডান হাতি ব্যাটার। যাওয়ার আগে ২৭ বলে সাত চার ও তিন ছক্কায় ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান।