শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যে কারণে যুদ্ধ করেছিলো একটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন রাষ্ট্র।’
তিনি আরোও বলেন, ‘১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির বরেণ্য ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।’
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেটের পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মো. আশিক উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লু্রসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।