বিয়ানীবাজারে সিলেট চেম্বারের ত্রাণ বিতরণ

সিলেটে চলমান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের কল্যাণে কাজ করছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুন) বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় এফবিসিসিআই থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী বন্যাদুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ত্রাণসামগ্রী নিয়ে যাত্রার প্রাক্কালে সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ বলেন, সিলেটের বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়েছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন বন্যাকবলিত স্থানে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করব। এছাড়া সিলেট চেম্বারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পও অব্যাহত থাকবে।

তিনি সিলেটের বন্যাদুর্গতদের সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালী ও ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের মো. আবেদ আলী, মো. জরিম আহমদ, মো. শাহ আলম, মো. জুয়েল আহমদ, মো. সোহেল আহমদ, মো. আব্দুর রাজ্জাক, মো. পারভেজ আহমদ, মো. সুলতান আহমদ, শেওলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমির আলী, সেক্রেটারি মো. নিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মো. সেলিম আহমদ, সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।