৪৬ তম বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নেয়া পরীক্ষার্থীদের সুবিধার্থে বাস সহায়তা দিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, যেসব শিক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে সিলেট শহরে বিভিন্ন কেন্দ্রে যাবেন, তাদের জন্য চারটি বাস দেয়া হয়েছে। চারটি বাসের মধ্যে দুটি বাস টিলাগড় পয়েন্ট পর্যন্ত এবং অন্য দুটি বাস বন্দর পয়েন্ট পর্যন্ত যাবে।
সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। তবে আসার সময় বাস থাকবে না। সকল পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে আসার অনুরোধ করছি।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের জন্যই আমরা। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করতে। শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাক এটাই প্রত্যাশা। এসময় সকলের জন্য শুভকামনা জানান তিনি।