বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ২৩-২৯ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহে উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।

শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর।

রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও বিকালে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মাইকযোগে প্রচারণা, পোনা মাছ নিধনকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ প্রদান, জনবহুল স্থানে মৎস্য সম্পর্কে প্রচারণা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ এবং উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ মূল্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলা সম্প্রতি বন্যায় মৎস্যখাতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে প্রায় চার হাজার পুকুরের মাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ হাজার ৮শ চাষী।

তিনি আরও বলেন, বিশ্বনাথ উপজেলায় মাছ উৎপাদনে ব্যাপক সম্ভবনা রয়েছে। এখন চাষে প্রতি হেক্টরে ৩ মেট্রিকটন উৎপাদন হলেও এটি বাড়িয়ে ৫-৭ মেট্রিক টনে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রয়োজন।

এছাড়া ভালো মানের পোনা ও ফিড ব্যবহার করলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।