আজ রোববার (২০ নভেম্বর) থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠতে যাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপের। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল। শক্তিমত্তা কিংবা তারকা ফুটবলার সব থেকেই অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন নেইমাররা।
এদিকে সেলেসাও দলের তারকা ফুটবলার রিচার্লিসন জানালেন, বিশ্বকাপ জিততে যা যা করা প্রয়োজন, সবই করবে দলটি।
ইউরো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন, ‘আমাদের অনেক ইতিহাস আছে। কখনো বিশ্বকাপের বাইরে থাকিনি আর আমরা মর্যাদার এক জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে যাবো। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনতে।’
তারকা এই ফুটবলার আরো বলেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি? আমি জানি না কিন্তু আমরা সবকিছু করবো বিশ্বকাপ জিততে। নীরবে কাজ করে যাওয়া আমি পছন্দ করি, নিজেদের কাজটা করবো আর সেরাটা দেবো প্রতিদিন। এর মধ্যেই প্রফেসর তিতে আমাদের দারুণ বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন।’
আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোন দেশ ফেভারিট? সে ব্যাপারে রিচার্লিসন বললেন, ‘এখানে অনেক দলই আছে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, উদাহরণ হিসেবে বেলজিয়াম আছে, আর্জেন্টিনার ভালো একটা স্কোয়াড আছে; কোপা আমেরিকাও জিতেছে।’