বিপিএলে সিলেটের অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসরে সিলেটের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট স্টাইকার্সের কোচ রাজিন সালেহ।

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। তবে এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফি।

রাজিন সালেহ গণমাধ্যমে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ।’

বিপিএলের আগে মাশরাফির পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘সার্জারির আপডেট এখনও জানিনা। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’