বিপিএল’র পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, ১২ ম্যাচ সিলেটে

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর দশম আসর। সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাজধানী ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর দশম আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দূরন্ত ঢাকা।

৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে।

টুর্নামেন্টের দ্বিতীয় ধাপের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএল এর সিলেট পর্ব শুরু হবে আগামী ২৬ জানুয়ারি, চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটে ২৬ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। আর দ্বিতীয় খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্টাইকার্স।

এদিকে বিপিএলের এবারের আসরের ড্রাফটে সাত ক্যাটাগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল। আর পাঁচ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন। এর আগে একজন দেশি এবং একাধিক বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে ফ্যাঞ্চাইজিগুলো। তাছাড়া গত আসর থেকে ৩ জন ক্রিকেটার করে ধরে রাখারও সুযোগ ছিল তাদের।