বিদ্যুৎ সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে, লোডশেডিং ও সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে ২১ জুলাই (বৃহস্পতিবার) দেশব্যপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫ টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির সিলেট জেলা আহবায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলী।

জাতীয় কমিটির সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সাধারণ সম্পাদক ডা. হারাধন রায়, বাসদ মার্কসবাদী জেলা সদস্য মোখলেছুর রহমান, গণতন্ত্রী পার্টির জেলা সদস্য আজিজুর রহমান খোকন।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, গণতন্ত্রী পার্টির জেলা সদস্য শংকর ঘোষ, সাম্যবাদী আন্দোলনের সদস্য এডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ মার্কসবাদী জেলা সদস্য সঞ্জয় কান্তি দাস।

সমাবেশে বক্তারা, আমদানী নির্ভর জ্বালানি নীতিতেই বিদ্যুৎ সংকট মন্তব্য করে বিদ্যুৎ জালিয়াতির শ্বেতপত্র প্রকাশ ও জ্বালানি অপরাধীদের বিচার করার দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে সমাপ্তি হয়।