বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের ২ অভিনেত্রী গ্রেপ্তার

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় প্রখ্যাত দুই ইরানি অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরনা নিউজ এজেন্সি জানায়, ইরান কর্তৃপক্ষের বিরুদ্ধে যোগসাজশ ও কাজ করার অভিযোগে অভিযুক্ত অভিনেত্রী হেঙ্গামেহ গাজিয়ানী ও কাতায়ুন রিয়াহী।

রোববার (২০ নভেম্বর) ইরানের প্রসিকিউটর অফিসের নির্দেশে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ইরনা।

এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানাতে এই দুই নারী মাথায় স্কার্ফ ছাড়াই জনসমক্ষে হাজির হয়েছিলেন।

গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানজুড়ে।

গাজিয়ানী ও রিয়াহী দুজনই একাধিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। গ্রেপ্তারের আগে গাজিয়ানী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে- ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন যে বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব।’ ‘এটাই হয়তো আমার শেষ পোস্ট’ লেখেন তিনি।