বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেট জেলা ইউনিটের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে সিলেট নগরীর ধোপাদিঘিরপারে সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) সভা কক্ষে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে ৬ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে দু’জন প্রার্থী থাকায় এই পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বদরুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন হাজী সৈয়দ জাহিদ উদ্দিন। অন্যান্য পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকী ৫ জন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দরা হচ্ছেন- সভাপতি মো. বদরুল আলম, সহ সভাপতি মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সামন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল আহমদ, কোষাধ্যক্ষ মো. জুনেদুল ইসলাম চৌধুরী, সদস্য মো. আব্দুছ ছালাম।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেট জেলা ইউনিটের-২০২৪ এর নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হারুন রশিদ, সদস্য জিয়া উদ্দিন ও মোহাম্মদ রেজা চৌধুরী।
নির্বাচন পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম. জহুরুল ইসলাম মখর প্রমুখ সহ বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেটের নেতৃবৃন্দ।