এগ্রোবেইজ অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

‘কৃষক ও কৃষির সুরে, চলবো মোরা সিলেট জুড়ে’ প্রতিপাদ্যকে ধারণ করে ২০০৮ সালে প্রতিষ্ঠিত সংগঠন এগ্রোবেইজ অফিসার্স এসোসিয়েশন, সিলেট এর ২০২৪-২৫ অর্থবছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরের পুরাতন পাসপোর্ট অফিসের পাশে নিউ রয়েল ফ্যালকন ইন্টারন্যাশনাল স্কুলে আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা কমিটি ও ডিলারগণের পর্যবেক্ষণের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বমোট ৫৮ জন তালিকাভুক্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে একটি পরিচালনা কমিটি গঠন করেন।

নিম্নোক্ত সদস্যদের নিয়ে এই অর্থবছরের কমিটি গঠিত হয় :

  • সভাপতি : মো. আব্দুল করিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
  • সাধারণ সম্পাদক : মো. ফজলুল করিম রাসেল
  • সিনিয়র সহ-সভাপতি : মো. নজরুল ইসলাম
  • সহ-সভাপতি : মো. রোকনুজ্জামান রণো চৌধুরী
  • সাংগঠনিক সম্পাদক : মো. আনিসুর রহমান শ্যামল
  • যুগ্ম সাধারণ সম্পাদক : মো. জুহায়ের রায়হান
  • অর্থ সম্পাদক : শ্রী কৌশিক দাস রুদ্র (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
  • তথ্য ও প্রচার সম্পাদক : মো. জাহিদুল ইসলাম জাহিদ
  • সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : মো. তন্ময় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

২০২৪-২৫ অর্থবছরের এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন মো. আরিফুর ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ মনোজ ভট্টাচার্য, সুসেন দেবনাথ, শাকিল আহমেদ এবং ওয়াহিদুল ইসলাম।

চলতি বছরের জন্য নির্বাচিত এই কমিটি সিলেটের এগ্রোবেইজ কৃষির সার্বিক অগ্রগতি, ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে জানান ভোটারগণ।