বিএনপি নেতা মঈন খান দুপুরে আটক, বিকেলে মুক্ত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। এসময় রাজধানীর উত্তরায় মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটকের অভিযোগ তোলে বিএনপি। তবে আটকের কথা অস্বীকার করে পুলিশ জানায়, তার নিরাপত্তা বিবেচনায় তাকে মিছিল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলে দলটির বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন দিদার। তিনি গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে মঈন খানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।