বাসার ছাদঘেঁষে বিদ্যুৎ লাইন, নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট ২ নারী

সিলেট নগরীর মজুমদারি এলাকায় বাসার ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে মজুমদারি আবাসিক এলাকার তরঙ্গ ১২/১ নং হাজি হুমায়ুন ভিলায় এ ঘটনা ঘটে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়আইন গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে সামিয়া রহমান (১৮) ও একই উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমেদের মেয়ে সাদিয়া জান্নাত ইভা (২৩)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সামিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহে ৯০% বার্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।

তিনি জানান, ‘সামিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়ার প্রস্তুতি চলছে।’

এদিকে তাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া সাদিয়া সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনেরা জানান, আহত দুইজন আপন ফুফাতো-মামাতো বোন। তারা খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ছাদে কাপড় তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।