বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় টিম।
রোববার (১০ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় টিম তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীরাদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মওদুদ আহমেদ ও যুগ্ন সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এর আহবায়ক রাজু আহমদ, সদস্য শাহি আহমদ. মারুফ আহমদ. জিয়াউর রহমান. মাহদিদ. আহমদ. তায়েফ আহমদ, আতিকুর রহমান, রায়হান, বালাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক আবুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।