বায়ার্ন মিউনিখ থেকে রবের্ত লেভানদোভস্কির বার্সেলোনায় যাওয়ার সব কিছু ঠিক হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। বিসিবি জানাচ্ছে, ৫ কোটি ইউরোতে চার বছরের জন্য বার্সায় চুক্তিবদ্ধ হয়েছেন পোলিশ স্ট্রাইকার। বাংলাদেশি টাকায় যার মূল্যমান ৪৮২ কোটি ২৪ লাখ ২১ হাজার টাকা।
অথচ বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি ছিল ৩৩ বছর বয়সী তারকার। কিন্তু সম্পর্কের অবনতি হওয়ায় গত মে মাসে তিনি জানিয়ে দেন, ‘বায়ার্নের সঙ্গে আমার সব গল্প এখানেই শেষ।’
লেভানদোভস্কি এরই মধ্যে মিয়ামিতে বার্সার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। সেখানে চার ম্যাচের সফরে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লেভানদোভস্কিও আনন্দের সঙ্গে বলেছেন, ‘অবশেষে আমি এখানে। বার্সায় আসতে পেরে সত্যিই আনন্দিত।’
চুক্তি নিয়ে তার কথা, ‘গত কয়েকটা দিন আমার কাছে দীর্ঘ মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটা সম্পন্ন হয়েছে। এখন জীবনের নতুন অধ্যায় আর চ্যালেঞ্জে মনোনিবেশ করতে পারবো।’
বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৪ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভানদোভস্কি। ৩৭৪ ম্যাচে গোল করেছিলেন ৩৪৪টি। আবার ক্লাবটির হয়ে জার্ড মুলারের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। গত মৌসুমে বায়ার্নের টানা দশতম বুন্দেসলিগা জয়ের অন্যতম কারিগর ছিলেন। ৪৬ ম্যাচে করেছেন ৫০ গোল।
এই সময়ে ক্লাবটির হয়ে মৌসুমের সব কটি (৮টি) শিরোপা-ও জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ২০১৯-২০ মৌসুমে। ফলে ধুঁকতে থাকা বার্সা তাকে নিয়ে সুদিন ফেরানোর অপেক্ষায়।
লেভানদোভস্কিও জানালেন, ‘আমি সব সময়ই লা লিগায় খেলতে চাইতাম। বিশেষ করে বড় কোনও ক্লাবে। এখন বার্সায় যোগ দিয়ে ক্লাবটিকে শীর্ষে তোলার পাশাপাশি অনেক শিরোপা জিততে চাই।’