বানিয়াচংয়ে চোরাই মালামাল ও চুরির সরঞ্জামসহ আটক ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে চোরাইকৃত মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ইমন (২২) নামে ১ যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত চোর হবিগঞ্জ জেলা সদরের পৌরসভা ১নং ওয়ার্ডের উমেদনগর (পশ্চিম আলগা বাড়ি) গ্রামের আইয়ুব আলীর পুত্র।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাদত রাত ৩টায় এসআই ফারুক হোসেন এবং এএসআই উজ্জলের নেতৃত্বে একদল পুলিশ চোর ইমনকে দোকানদার সাবাজ মিয়ার দোকান ঘরের ভিতর থেকে হাতেনাতে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, চোর ইমন তার সংগীয় চোরদের নিয়ে উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের অন্তর্গত নাগুরার আতুকুড়া গ্রামের সমুজ মিয়ার পুত্র সাবাজ খানের শচীন্দ্র কলেজ, নাগুরা, কেন্টিনের তালা কেটে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা মালামাল চুরি করে। এসময় পুলিশ চোর ইমনকে হাতেনাতে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়। চোর ইমনের হেফাজতে থাকা চুরির কাজে ব্যবহৃত লোহা কাটার সরঞ্জামাদি উদ্ধার এবং দোকান থেকে চুরি হওয়া বিভিন্ন ধরণের সিগারেটসহ মালামাল জব্দ করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, ‘আটককৃত চোরের একটি সংঘবদ্ধ দল রয়েছে। চোরাইকৃত মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামসহ আমরা তাকে আটক করেছি এবং চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।’