হবিগঞ্জের বানিয়াচংয়ে ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হতে আসা এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এ তথ্য জানিয়েছেন।
কারাদণ্ডের আদেশপ্রাপ্ত মো. তোবাইদুর রহমান (২০) উপজেলার মজলিসপুর আদর্শ বাজার এলাকার একাবুল মিয়ার ছেলে।
জানা গেছে, তোবাইদুর বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের স্বাক্ষরসহ একটি জন্ম নিবন্ধন সংযুক্ত করে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। এতে বানিয়াচংয়ের ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর থাকলেও জন্ম নিবন্ধনের উপরের অংশে জেলা ও উপজেলা উল্লেখ ছিল বাগেরহাট।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এলে নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ যাচাই করে দেখেন তোবাইদুরের জন্ম নিবন্ধন ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেবাইদুরকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, তোবাইদুর নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। সেজন্য তাকে সীমিত পরিসরে সাজা দিয়েছি।