বানিয়াচংয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অসহায় দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পদ্মসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এমন একজন মহীয়সী নারী ছিলেন যিনি ক্ষমতার লোভ-লালসা ভুলে গিয়ে সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওতপ্রোতভাবে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের পরামর্শ নিয়েছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তার প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ায় অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন। পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচারের জন্য যে নীলনকশা এঁকেছিলেন সেই সব নীল নকশার বিরুদ্ধে অবস্থান করার জন্য বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানকে নানাভাবে পরামর্শ দিতেন।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্ত সুদীপ কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল আরেফিন, আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, পিআইও মলয় কুমার দাস, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।