বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিভিন্ন দুর্যোগে প্রাথমিক করনীয় হিসেবে ভূমিকম্প, অগ্নি নির্বাপন, ঘুর্নিঝড়, বজ্রপাতসহ দুর্যোগের মোকাবেলায় উপজেলা পরিষদ চত্বরে ছাত্র-ছাত্রীসহ জনসম্মূখে মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা।

মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম হাদি, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তফা কামাল, কারিতাস বাংলাদেশ এর প্রজেক্ট সুপারভাইজার মিঠুন আন্তুনি দিও, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, চেয়ারম্যান আহাদ মিয়া ও সরকারী বেসরকারী কর্মকর্তা প্রমূখ।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।