বানিয়াচংয়ে ইসলামি নাগরিক ফোরামের আলোচনা সভা

বানিয়াচংয়ে ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে মহরমের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা কাজী মুফতি আতাউর রহমান, উপদেষ্টা মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা আব্দুল অলি, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিারজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাওলানা শাহ খলিল আহমদ, সহসভাপতি মাওলানা শায়খ ইকবাল হোসাইন, সহসভাপতি শিব্বির আহমদ আরজু, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইসলামের ইতিহাসে হৃদয়বিদারক ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। আর এ ঘটনাটি সংঘটিত হয়েছিল মহরমের ১০ তারিখ। মহরমের ১০ তারিখ পৃথিবী সৃষ্টি হয়েছিল, আবার ধ্বংসও হবে। এ ছাড়াও বড় বড় ঘটনা সংঘটিত হয়েছিল এ তারিখে। এ ক্ষেত্রে আমাদেরকে মহরম মাসের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাফেজ সুহাইল আহমদ, সহকারি কোষাধ্যক্ষ হাফেজ আখলাকুর রহমান খান পিয়ার, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ জহির উদ্দিন সুহেল, সেমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোজাম্মিল হক, হাফেজ তাফাজ্জুল হক, হাফিজুর রহমান, মাহমুদ আলী, মামুন আহমেদ, আবুল হোসেন প্রমুখ।

সভায় ইসলামি নাগরিক ফোরামের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।