বানিয়াচংয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

‘পরিবর্তনশীল ও শান্তিপুর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

এ উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ওসি (তদন্ত) মো. আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি শেখ নুরুল ইসলাম ও শিক্ষিকা সাধনা রাণীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও সহযোগিতার কারণে স্বাক্ষরতার হার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং স্বাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের সবাইকে স্বশিক্ষিত হতে হবে পরবর্তী প্রজন্ম যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে সেদিকে নজর দিতে হবে। শিক্ষার প্রসার ঘটাতে হবে সর্বত্র এবং ঝরে পড়া রোধ করতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্বাক্ষরজ্ঞান করে তুলতে হবে।’

উল্লেখ্য, ১৯৬৫ খ্রিষ্টাব্দে ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ খ্রিষ্টাব্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।