বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের নতুন কমিটি গঠন

এডভোকেট আলিম উদ্দিনকে সভাপতি ও এডভোকেট মোহাম্মদ আব্দুর রবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিলেট জেলা বারের ২নং হলের ৪র্থ তলায় এক সভায় ২০২৪-২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন সরকার।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ ও এডভোকেট আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইয়াসীন খান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট দিলওয়ার হোসেন শামীম ও এডভোকেট শফিকুল ইসলাম, অফিস সম্পাদক এডভোকেট মাশহুদ আহমদ চৌধুরী মহসিন, সহ-অফিস সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ, সহ-অর্থ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী অলি, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট সেলিম মো: আলী আজগর, সহ-আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম লোদী, সমাজ সেবা সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম ও সহ-সমাজ সেবা সম্পাদক এডভোকেট আফজালুর রহমান, প্রকাশনা সম্পাদক এডভোকেট আবুল কালাম ও সহ-প্রকাশনা সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পরিবেশ সম্পাদক এডভোকেট বদরুল আলম ও সহ-পরিবেশ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, ক্রীড়া সম্পাদক এডভোকেট ময়নুল ইসলাম ও সহ-ক্রীড়া সম্পাদক এডভোকেট সাদেক আল সাজন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ ও সহ-সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, প্রচার সম্পাদক এডভোকেট সোলায়মান আলী, সহ-প্রচার সম্পাদক এডভোকেট দিলোয়ার হোসেন, বিজ্ঞান সম্পাদক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ ও সহ-বিজ্ঞান সম্পাদক এডভোকেট মুমিনুজ্জামান, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এড. সিরাজুল ইসলাম ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এডভোকেট হাসানুল বান্না তাকী, সাহিত্য সম্পাদক এডভোকেট রহমত আলী ও সহ-সাহিত্য সম্পাদক এডভোকেট আফজাল তালুকদার, মহিলা সম্পাদিকা এডভোকেট জোৎস্না বেগম, সহকারী মহিলা সম্পাদক এডভোকেট আনোয়ারা বেগম ও এডভোকেট রিপা আলী, সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট আব্দুস শহিদ, এডভোকেট আব্দুল আহাদ ও এডভোকেট রেজাউল করিম তালুকদার।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, এডভোকেট আব্দুর রকীব, এডভোকেট এ.এস.এম আব্দুল গফুর, এডভোকেট শামসুল হক, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এডভোকেট ছাদ উদ্দিন, এডভোকেট এস. এম আব্দুল্লাহ চৌধুরী, এডভোকেট আব্দুল মুতলীব চৌধুরী, এডভোকেট মোর্তুজা আহমদ চৌধুরী ও এডভোকেট মোঃ ইলিয়াছ।