নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে শোচনীয় হার টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা ভারতের। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে রেকর্ড ৬ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
এতে এমনিতেই বিপর্যস্ত ভারতীয় ভক্তরা। তার উপর সেই ঘায়ে লবণ ছিটানোর কাজটা করেছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কটাক্ষ। ভারতের হারে রীতিমতো উৎসব করেছেন গুটিকয়েক বাংলাদেশি সমর্থক। সোশ্যাল মিডিয়ার কল্যানে যা চোখ এড়ায়নি ভারতীয়দেরও। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তারা।
এনিয়ে পক্ষে-বিপক্ষে বেশ চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিওতে ক্ষোভ জানাচ্ছেন ভারতীয় নেটিজেনরা। এই স্রোতে যোগ দিয়েছে কিছু মিডিয়া ও রাজনীবিদও।
তবে আরও এক কাঠি এগিয়ে দার্জিলিংয়ের একটি আবাসিক হোটেল। নিজেদের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে বাংলাদেশি পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বুকিং বন্ধ করেছে হোটেলটি।
ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল দার্জিলিং-এর রয়োপোরাস তক্তসঙ্গ হোটেল নিজেদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য তারা বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না।
ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং আর নেওয়া হবে না। ধন্যবাদ।’ ইংরেজি এবং বাংলা, দু’টি ভাষাতেই এই বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে পোস্টে ভারতীয় পতাকার ইমোজি রয়েছে। পোস্ট করার পর থেকেই অনেক ভারতীয় বিষয়টির প্রশংসা করছেন।
অনেকেই আবার বিষয়টির বিরোধিতা করছেন। কেউ কেউ প্রতিবাদ করে জানিয়েছেন, গুটি কয়েক উগ্র মানসিকতার মানুষদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত বদলায়নি।