ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি, নানা অনিয়মের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী ও চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংসদ সদস্য হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানে রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনসহ আইন লঙ্ঘন করেন সাবেক এই মন্ত্রী।
দুর্নীতি দমন কমিশনের (দুদুক) অনুসন্ধানে এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।
এব্যাপারে তিনি জানান, দুদকের একটি প্রাথমিক তদন্তে এসব তথ্য উঠে এসেছে। তদন্তে আবদুস শহীদের স্ত্রী ও সন্তানদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাটের পাশাপাশি কোটি কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। এছাড়াও, কানাডার ‘বেগমপাড়ায়’ তার স্ত্রীর একটি বাড়ি কেনার এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
এসব তথ্যের ভিত্তিতে শনিবার আব্দুস শহীদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মো. মাকসুদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।