সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) হোয়াইট চ্যাপেলস্থ সিটি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি আবুবকর ফয়েজী সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফায়েল বাসিত তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস’র সাবেক লিডার সাবেক কাউন্সিলর হেলাল আব্বাস, কাউন্সিলর রেবেকা সুলতানা, কাউন্সিলর শাহরিয়ার শুভ হোসেন।
মতবিনিময় সভায় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম প্রবাসিদের এবং ওয়ার্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবার দোয়া ও সহযোগিতার কারণে বারবার নির্বাচিত হই। ব্যক্তিগতভাবে আমি মনে করি মানুষের প্রতি দায়িত্বশীলতা, সততা, পরিশ্রম, ভিশন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার চেষ্টা নিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব। আমি আমার দায়বদ্ধতা থেকে সিলেট সিটির উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি আরো বড় পরিষরে কাজ করতে চাই যদিও তা সবার দোয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে।’
মতবিনিময় সভায় হেলাল আব্বাস বলেন, একজন জনপ্রতিনিধি কতোটুকু আন্তরিক তার কাজের প্রতি ফরহাদ শামীম তার প্রমাণ। প্রবাসিরা তাকে সিলেটের মেয়র হিসেবে দেখতে চায়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য, রাখেন সিটি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শামসু জামান শাবুল, সাবেক সাধারণ সম্পাদক মুবীন চৌধুরী ময়না, আশরাফ চৌধুরী হীরা, আবুবকর সিদ্দিকী রনি, সেলিম আহমদ, শায়েখ সওদাগর, শহীদুল ইসলাম মামুন, সালেহ গজনবী, জাবেদ ইকবাল, তপু শেখ, রুবেল আহমদ, শাহীন আহমেদ জয়েদ, রুমান আহমদ চৌধুরী, সাংবাদিক মিসবাহ উদ্দিন আবু ফাত্তাহ চৌধুরী, সিপার আহমেদ বাবলা, আফজাল হোসেন, মোহন আহমেদ, বাপন আদমজী, নওশীন চৌধুরী শামা, সাংবাদিক আলাউর শাহীন প্রমুখ।