বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল

লন্ডন থেকে উৎসবের অর্থ আসছে বানভাসি সিলেটে

আবারও যুক্তরাজ্যে শুরু হয়েছে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল। লন্ডনের বারবিক্যান সেন্টারে মঙ্গলবার (২১ জুন) থেকে বসেছে উৎসবের ৫ম আসর। এতে প্রথম দিনেই ঘোষণা এলো সিলেট বিভাগের বানভাসি মানুষদের জন্য।

জানানো হয়, প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সিলেট ও সুনামগঞ্জ বিভাগে পাঠানো হবে।

উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী লন্ডন থেকে বলেন, ‘উৎসবে অংশ নেওয়া বেশ কিছু ছবির প্রদর্শনী এখন চলছে। বারবিক্যান সেন্টার, পূর্ব লন্ডনের জেনেসিস, ওয়ালিংটনের হলে চলবে ছবিগুলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের বন্যাদুর্গত সিলেট বিভাগে অর্থ সাহায্য দেওয়ার। আমাদের বিক্রীত টিকিটের অর্থ সরাসরি সেখানে পাঠানো হবে।’

অংশ নেওয়া ছবি প্রসঙ্গে রুহী জানান, শুধু বাংলাদেশ বা ভারতের নয়, ইংল্যান্ডে তৈরি ছবিও এবার উৎসবে আছে।

অন্যদিকে, উৎসবের উদ্যোক্তা ও চেয়ারম্যান নির্মাতা মুনসুর আলী জানান, মূল বাণিজ্যিক ধারার দর্শকের কাছে ভিন্ন ধারার ছবি তুলে ধরতেই এই আয়োজন।

উদ্বোধনী দিনে দেখানো হয়েছে আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাবো’। উৎসবটি ২৬ জুন পর্যন্ত চলবে।