বইপড়া উৎসব এর পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি

জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব এর প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে।

ঐদিন সকাল ১০ টায় নগরীর লামাবাজারস্থ সরকারী মদনমোহন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা বইপড়া উৎসব ২০২৩-২০২৪ আসরের নির্ধারিত গ্রন্থ শওকত ওসমানের এর উপন্যাস ‘মুজিবনগরের সাবু’ এবং ১০ম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা শাহরিয়ার কবিরের উপন্যাস ‘পূবের সূর্য’ থেকে পরীক্ষায় অংশ নেবে। ১০০ মার্কসের পরীক্ষাটি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে বইপড়া উৎসবে অংশ নেয়া সবাইকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

গত ৭ ডিসেম্বর এ বইপড়া উৎসব এর উদ্বোধন হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮শতাধিক শিক্ষার্থী বই গ্রহণ করে।