সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হীড বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ শাখা।
৩ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে শেষ দিন বুধবার (২৯ জুন) উপজেলার বারহাল, গুচ্ছগ্রাম, মইনপুর, সাদেকপুর, ডাইকের বাজার, দনারাম, চানপুর, মল্লিকপুর, ইসলামবাজার, লামাগঙ্গাপুর ও উজান গঙ্গাপুর এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী অফিসার (ভূমি) মেরিনা দেবনাথ, হীড বাংলাদেশের অপারেশন ডিরেক্টর সুবীর বাবু, ম্যানেজার এ্যাডমিন আব্দুস সালাম, সমন্বয়কারী অদৈত বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক নুরুর রহমান, তপন শাহা ও শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬০০ মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিড়া, আধা কেজি মুড়ি, ৫ লিটার পানি, ১ প্যাকেট বিস্কুট, ওর স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।