বিয়ানীবাজারে আটক মেছোবিড়াল টিলাগড় ইকোপার্কে অবমুক্ত

সিলেটের বিয়ানীবাজারে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসা দুটি মেছো বিড়াল আটক করেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে বিড়াল দুটি উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় সিলেটের টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এ সময় পরিবেশকর্মী ও বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের শেরপুর গ্রামে একে একে ১১টি ছাগল খোয়া যায়। ছাগলগুলোর ছিন্ন বিচ্ছিন্ন কিছু হাড় খোঁজে পায় গ্রামবাসী। পরে, ফাঁদ পেতে দুটি মেছো বিড়াল আটক করেন তারা।

স্থানীয় বাসিন্দা, প্রাণিপ্রেমি সাব্বির হোসেন জানান, ফাঁদে একটি মেছো বিড়াল আটকের পর এলাকাবাসী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে এটি উদ্ধারের অনুরোধ জানাই। এর দুই দিন পর প্রথম দফায় বন বিভাগের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে একটি উদ্ধার করে নিয়ে যান। পরে বৃহস্পতিবার রাতে ফের আরেকটি মেছো বিড়াল ফাঁদে আটকা পড়ে।

প্রাণীদের চিকিৎসার জন্য গড়ে তোলা হিরামণ অ্যানিমেল সেন্টারের প্রতিষ্ঠাতা মামিয়াত চৌধুরী জানান, মেছো বিড়াল আটকের খবর পেয়ে বনবিভাগকে অবহিত করি। কর্তৃপক্ষ দুই দিন পর একটি উদ্ধার করে। অন্য আরেকটি আটকের পর তিনি নিজে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বনবিভাগের কাছে পৌঁছে দেন।

শুক্রবার সন্ধ্যায় টিলাগড় ইকোপার্কে বিড়াল দুটি অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পরিবেশবাদী ও প্রাণি অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর উপস্থিতিতে বনের ভেতরের অংশে বিড়াল দুটির খাঁচা খুলে দেওয়া হয়।

এ সময় টিলাগড় ইকোপার্কের এনিম্যাল কিপার মো. মাসুদ হাওলাদার, হিরামণ অ্যানিমেল সেন্টারের প্রতিষ্ঠাতা মামিয়াত চৌধুরী, প্রাণিপ্রেমি সাব্বির হোসেন, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবির, সমন্বয়ক আনিস মাহমুদ, দ্বোহা চৌধুরী, শুয়াইবুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিঅধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’র সভাপতি মো. মাহাদী হাসান, উদ্ধার টিমের প্রধান (রেসকিউং হেড) ইসহাক হাসিব, অফিস সম্পাদক আমিনুল ইসলাম সাজিন, নির্বাহী সদস্য নুসরাত জাহান তন্নি, সদস্য রিদু, সাবরিনা সরকার নিশা, এএফএম আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেছো বিড়াল দুটি অবমুক্ত করার পর প্রাধিকারের সভাপতি মাহাদী হাসান অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এক সময় মানুষ বন্যপ্রাণী দেখলেই হত্যা করতো। এখন সচেতনতা বেড়েছে এবং প্রাণীর প্রতি মানুষ সদয় হচ্ছে। এভাবে সবার মাঝে সচেতনতা বাড়াতে পারলে বন্যপ্রাণী হত্যার হার কমানো যাবে।’

ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে একপক্ষ ধ্বংসের পক্ষে। আমরা সবসময় বিপন্ন প্রাণীর পক্ষে। প্রাণ-প্রকৃতি রক্ষায় আমরা সবাই মিলে কাজ করব। সবার সম্মিলিত চেষ্টায় পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী রেখে যাব।’

বন বিভাগ সিলেটের রেঞ্জ কর্মকর্তা ও ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল্লাহ বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার হওয়া মেছো বিড়াল দুটি এক সঙ্গে শুক্রবার বিকেলে সিলেট টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।