ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে শেখ সেলিম (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার নুরপুর গ্রামের আনর আলীর ছেলে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে নুরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সেলিমের চাচাতো বোন সুবি বেগম ফরিদপুর গ্রামে একটি ভাড়াটে বাসায় বসবাস করেন। ওই বাসার একটি কক্ষে শেখ সেলিমের মেয়ে সুমাইয়া বেগমও থাকেন। বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষের ভাড়া নিয়ে সুবি বেগমের সাথে সুমাইয়া ও তার বাবা শেখ সেলিমের ঝগড়া হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে সুবি বেগম তার বাবার বাড়ি নুরপুরে এলে শেখ সেলিমের সঙ্গে আবারও তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুবি বেগম, তার ভাই রুবেল মিয়া ও আরও কয়েকজন সেলিমকে কিল-ঘুষি মারতে থাকলে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ভাই ব্যবসায়ী ডালিম মিয়া বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুবি বেগম ও তার ছেলে দিপু মিয়া। মামলার অন্য আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ভাই ব্যবসায়ী ডালিম মিয়া বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।