বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকে কমে গিয়েছিল ফলোয়ার সংখ্যা। লাখ লাখ অ্যাকাউন্ট আর পেজে ফলোয়ার কমার ঝড় বয়ে গিয়েছে বলে জানিয়েছিল ওয়াশিংটন পোস্ট। এখন আবার আগের জায়গায় ফিরেছে ফলোয়ার সংখ্যা।
মেটার সিইও এবং ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা ১০ কোটি থেকে নেমে প্রায় প্রায় ১০ হাজারের ঘরে চলে আসে। তার ফলোয়ার সংখ্যা এখন আবার ১০ কোটিতে ফিরেছে।
অনেকে বলছিলেন ভুয়া ফলোয়ার কমা শুরু হয়েছে। তাহলে এখন বোঝা যাচ্ছে মার্কের ফলোয়ার সংখ্যা ভুয়া ছিল না।
গত ৩ অক্টোবর থেকেই ফলোয়ার সংখ্যা কমতে শুরু করেছ ফেসবুকে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোনো কারিগরি ত্রুটি অথবা বাগের কারণে এমনটি হয়ে থাকতে পারে।
এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও, ফেসবুক জানিয়েছিল তারা ভুয়া ও ক্ষতিকর অ্যাকাউন্ট সরাতে কাজ করছে।
রাজনীতিবিদ, সমাজকর্মী ও নানা সেলিব্রিটির ফলোয়ার সংখ্যা রাতারাতি কমে গিয়েছিল।
ফেসবুকের এই ফলোয়ার কমার ঝড় বয়ে গেছে পুরো পৃথিবীতেই। ঝড়ের বাতাস লেগেছে খোদ জাকারবার্গের পরিবারেও। বেশ ক্ষতির মুখে থাকা প্রতিষ্ঠানটি গত ৮ অক্টোর ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এর আগে ১০ লাখ ফেসবুক আইডি-পাসওয়ার্ড চুরি হওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।