সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দেশপ্রেমিক প্রবাসিদের যথাযথ সম্মান প্রদর্শন করুন। সম্মান দিয়ে কথা বলুন। প্রবাসিরা হচ্ছেন বাংলাদেশের নিয়ামক শক্তি। আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রবাসিদের অবদান রয়েছে।
বুধবার দিবাগত রাতে ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রবাসিদের সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সভাপতিত্বে ও তথ্য সেবা কেন্দ্রের পরিচালক আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ওসমানীনগর উপজেলার সভাপতি ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক ছুরাব আলী, প্রবাসি রবিন পাল, সুফি মিয়া, নুর মিয়া, নুরুল হক নুর আলী, মোস্তফা মিয়া, গোলাম কিবরিয়া, ফারুক মিয়া, পিয়ার আলী, সুবর ধর, হারুনুর রশিদ, কাজী আনোয়ার মিয়া, ছমির আলী, শুকুর আলী, আকলু মিয়া, আবুল কালাম, আহমদ আলী, সাজ্জাদ মিয়া, সেলিম আহমদ চৌধুরী, আনছার মিয়া, শেখ সেলিম, মুজিবুর রহমান চৌধুরী, আলাউর রহমান, সুরত মিয়া, আব্দুল হক, আব্দুল কাদির, ইসলাম জামাল।
বক্তব্য রাখেন, ইউপি সদস্য তুরন মিয়া, খালেদ আহমদ খুকু, কবির আহমদ, আবুল কালাম প্রমুখ।