প্রতীক পেতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মুহিবের অবস্থান

প্রতীক বরাদ্ধের দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি ও তার সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বাক বিতণ্ডায় জড়ান তিনি। পরে পুলিশের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন নেতাকর্মীরা।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সুবিধা করে দিতেই তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমন কাজ করছে কমিশন। তবে এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তার আইনজীবীরা।

তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। ইসিতে আপিলেও নামঞ্জুর হয় তার মনোনয়ন। পরে আদালতের স্মরনাপন্ন হলে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তবে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।