পেনাল্টি মিস বলছে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

পেনাল্টি থেকে গোল আদায় করতে না পারলে যেকোনো দলই মন খারাপ করে। এটাই যে ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখার সহজ উপায়। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে উল্টো আর্জেন্টাইন সমর্থকরা খুশি। কারণ কী?

দলের সেরা তারকা লিওনেল মেসির পেনাল্টি মিসে এক অদ্ভুত সমীকরণ মিলিয়েছে আর্জেন্টাইনরা। এর আগে দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ের পথে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে দলের সেরা তারকারা পেনাল্টি মিস করেছেন।

পোল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায়। তবে অভিজ্ঞ তারকা মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক সেজনি। জুভেন্টাসের এই গোলরক্ষকই মূলত একাই লড়াই করেছেন আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের বিপরীতে।

১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। ঘরের মাঠে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইউরোপের দল ইতালির বিপক্ষে মাঠে নামে লাতিন আমেরিকানরা। ওই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তখনকার দলের সেরা তারকা মারিও ক্যাম্পেস।

১৯৮৬ সালে দ্বিতীয়বার ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা ঘরে আসে আর্জেন্টিনার। ওই আসরে বুলগেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে হয় আর্জেন্টিনাকে। ম্যাচে পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা।

২০২২ সালে সেই গ্রুপ পর্বের শেষ ম্যাচেই পেনাল্টি মিস করলেন আগের ম্যাচেই মেক্সিকোর বিপক্ষে ম্যাচসেরা মেসি। সমীকরণ মিলিয়ে আর্জেন্টাইনরা পেনাল্টি মিসের ঘটনায় খুশি হতেই পারে।