তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে আজ রোববার (১২ মার্চ) বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সকাল ৮টায় ঢাকায় পৌঁছে বেলা ১১টার ফ্লাইটে করে তারা পৌঁছে গেছে ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। এর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি।
দুই দলের ওয়ানডে লড়াই শুরু হবে ১৮ মার্চ। এরপর ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৭ মার্চ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে।