তিন বলের মধ্যে রোহিত-কোহলিকে ফেরালেন সাকিব

এক ওভারে দুই শিকার। সেটাও আবার ভারতের বড় দুই তারকা রোহিত শর্মা আর বিরাট কোহলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। লোকেশ রাহুল ২ আর শ্রেয়াস আইয়ার ৪ রানে অপরাজিত আছেন।

এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।

এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। অবশেষে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পেয়ে যায় বাংলাদেশ।

মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগে স্টাম্পে। পড়ে যায় বেল। ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ধাওয়ান। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।