পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি থেকে ফেরার পথে পদ্মা সেতুর ওপর থেকে মাঝপদ্মায় ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে পদ্মা নদীতে খোঁজাখুঁজি করেও ওই যুবকের সন্ধান পায়নি মাওয়া নৌ পুলিশ।

নিখোঁজ যুবকের নাম মো. নুরুজ্জামান (৩৮)। তিনি পোশাক তৈরি কারখানার শ্রমিক ছিলেন। নুরুজ্জামান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চোরাইল এলাকার আবদুল খালেকের ছেলে। তার কর্মস্থল ছিল ঢাকার ডেমরা এলাকায়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. অহিদুজ্জাম গণমাধ্যমকে বলেন, সোমবার বেলা আড়াইটার দিকে ৯৯৯ থেকে ফোনে জানানো হয় পদ্মা সেতু থেকে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত আটটা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করা হয়। পদ্মা নদী উত্তাল। মঙ্গলবার সকালে আবারও অনুসন্ধানের কাজ শুরু হবে।

নুরুজ্জামানের সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই তারা ঢাকার উদ্দেশে সেতুর পশ্চিম পাশের লেন দিয়ে পার হচ্ছিলেন। গাড়ি ধীরগতির ছিল। তখন ওই যুবক গাড়ি থেকে ঝাঁপ দেন।

তবে কী কারণে তিনি গাড়ি থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।