ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল থেকেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বেয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থীর রিটের শুনানী শেষে এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানীতে অংশ নেন ড. শাহদীন মালিক। পরে তিনি গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া ও সিলেটের দুজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া তাদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তারা।
তিনি বলেন, ‘যেহেতু কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলা নির্বাচনের দুই প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এমন আদেশ দিয়েছেন তাই এ আদেশ কেবলমাত্র তাদের দুজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য কেউ স্বপদে থেকে নির্বাচন করতে চাইলে তাদেরকে আদালত থেকে আদেশ নিতে হবে।‘