ফিফা বিশ্বকাপ ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে আসর থেকে বিদায় করেছে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। শুক্রবার (৯ ডিসেম্বর) ইউরোপীয় দল দক্ষিণ আমেরিকান জায়ান্টদের পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের শেষে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়।
বিশ্বের এক নম্বর দল ব্রাজিল প্রতিযোগিতায় ফেবারিট ছিল। শুক্রবারের পরাজয় গত পাঁচ সংস্করণের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সেলেকাওদের চতুর্থ হার। এর আগে তারা ২০০৬, ২০১০ ও ২০১৮ সংস্করণেও কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বিদায় নিয়েছিল।
শুটআউটের সময় সবাইকে অবাক করেছিল, ব্রাজিলের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও নেইমার পেনাল্টি নেননি। এই সিদ্ধান্তের জন্য কঠোর সমালোচনার মুখে পড়ার পর ব্রাজিল কোচ তিতে (পদত্যাগ করেছেন) খেলার শেষে ব্যাখ্যা করেছেন কেন নেইমার প্রথম চারটি পেনাল্টির একটিও নেননি।
৬১ বছর বয়সী তিতে বলেন, তাকে আমি পাঁচ নম্বরে রেখেছিলাম। এই শটটি ভীষণ গুরুত্বপূর্ণ ও চাপের। সে এই চাপ নিতে পারবে বলেই তাকে এটার জন্য রাখা হয়েছিল।