সিলেটে নিম্ন আয়ের মানুষের কাছে ফল ও শাক-সবজি সহজলভ্য করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রিজার্ভ ফোর্সেস এন্ড ক্যাডেট কো-অপারেশন (বিআরএফসিসি) ও ফ্রেস গার্ডেন। অল্প দামে টাটকা সবজি স্বল্প আয়ের মানুষের মধ্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিআরএফসিসি ও ফ্রেস গার্ডেনের যৌথ উদ্যোগে ভ্যান উন্মুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা হয়।
ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন (সিসিও ২০৯) ব্যাটালিয়ন কমান্ডার ০৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের মেজর ড. তোফায়েল আহমদ ও বিআরএফসিসির প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোয়াজ বিন আজহার।
আয়োজকরা জানান, নিম্ন আয়ের মানুষের মাঝে অল্প দামে সবজি পৌঁছে দিতে এই আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর অন্তত ৮টি স্থানে ভ্রাম্যমান ভ্যানে করে সবজি বিক্রি করা হবে। এতে নিম্ন আয়ের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সবজি কিনতে পারবেন।
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক বিএনসিসি ক্যাডেট হুমায়রা নুসরাত বলেন, আমরা মূলত মানুষকে কম দামে সবজি পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছি। আমরা সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে বিক্রি করছি। এর ফলে মধ্যস্বত্ত্বভোগী বা কোনো সিন্ডিকেট প্রবেশের সুযোগ নেই। এজন্যই আমরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পারছি।
তিনি বলেন, এসব কাজে সহযোগিতা করছেন আমাদের স্বেচ্ছাসেবকরা। ফলে তারা ভালো কাজের সাথে থেকে সমাজসেবায় অংশ নিতে পারছে। আগামীকাল থেকে সিলেট নগরীর অন্তত ৮টি স্থানে আমাদের ভ্রাম্যমাণ সবজি দোকান (গার্ডেন ফ্রেশ) বসবে। আমরা সকল মৌসুমের চাহিদা অনুযায়ী শাক-সবজি বিক্রি করবো। এমনকি আগামী রমজানেও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো।