নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত : মিমকে পরীমনি

হঠাৎ করেই নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফির ওপর চটেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন পরীমনি।

যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে তকমা দিয়েছেন। একই সঙ্গে নিজের স্বামীর উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন পরীমনি।

সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’

সবশেষে ধন্যবাদও জানিয়েছেন পরীমনি। তবে হঠাৎ করে কেন এমন চটেছেন তিনি তা নিয়ে ধন্দে পড়েছেন নেটিজেনরা।

সেই পোস্টে অনেকেই প্রশ্ন করেছেন হঠাৎ করে কী হয়েছে?

নানা মন্তব্যের মধ্যে পরীমনিকে উপদেশ দিয়ে একজন লিখেছেন, ‘যাই হোক! সোশ্যাল মিডিয়ায় এই ধরনের স্ট্যাটাসগুলো বলে দেয় আমরা কতটা অসহিষ্ণু। এটি আপনার মুছে ফেলা উচিত এবং লিভিং রুমে সমাধান করা উচিত। আমাদের শিল্পী, সংস্কৃতি ও তাদের সম্মান রক্ষা করতে হবে। আমি জানি, আপনি একজন বুদ্ধিমতী এবং সব সময় ভালো কাজের মধ্য দিয়ে আপনি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করেছেন। আমি আশা করছি, আপনি আমার চিন্তার সংবেদনশীলতা বুঝতে পেরেছেন।’

সব মন্তব্যের জবাব না দিলেও এই মন্তব্যের জবাবে পরীমনি লেখেন, ‘ভাইয়া সবকিছু কখনও কখনও লিভিং রুমে থাকে না। সরি।’

সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেখানে জুটি বেঁধেছেন রাজ-মিম। তাদের জুটি ব্যাপক নজর কেড়েছে দর্শকদের।