নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সামার-২০২৩ সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে দশটায় তিনদিন এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। যা ২০ জুলাই ২০২৩ পর্যন্ত চলবে।
অনুষ্টানকে কেন্দ্র করে ইউনিভার্সিটির শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মো. শামসুল কবির।
অনুষ্টানে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিলেট ভয়েস/এএইচএম